কিংবদন্তী ও তারপর ...

বিশেষজ্ঞেরা মনে করেন খনার আনুমানিক সময়কাল ৮০০ থেকে ১১০০ খ্রিস্টাব্দ। সেক্ষেত্রে বরাহ বা মিহিরের সঙ্গে খনার সম্পর্ক নিয়ে বিরোধ তৈরী হয়। কারণ, ঐতিহাসিকেরা বলছেন বরাহের জীবৎকাল ৫০৫ থেকে ৫৮৭ খ্রিস্টাব্দ। কাজেই, তিনশো বছরের ব্যবধানে কোনও দুইজনের মধ্যে পারিবারিক সম্পর্ক থাকাটা কার্যত অসম্ভব। ... খনা কি বৈজ্ঞানিক ? নাকি কেবলই ছড়াকার, বরাহের পুত্রবধূ – নাকি অটনাচার্যের কন্যা ? ফিরে দেখা, জ্যোতির্বিদ খনার সময়কে ... নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক। (পর্ব ৩)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 19 May, 2024 | 1029 | Tags : astronomer khanaa weather science agro-science series on female scientists

যুক্তির পথে এ্যারিস্টটলের অনুগামিনী

সে’যুগের পুংসর্বস্ব পরিমণ্ডলে একজন নারী গবেষক ‘লরিয়া’র মতো খেতাবের জন্য বিশ্ববিদ্যালয়ের মৌখিক পরীক্ষায় বসছেন— এমন একটি ঘটনার ফলে চারিদিকে আলোড়ন পড়ে যায়। সেই কারণেই বিশ্ববিদ্যালয়ের রোজকার শ্রেণীকক্ষের বাইরে, পাদুয়া গির্জাকে এই পরীক্ষা বা এলেনা করনারোর বক্তৃতা প্রদানের মঞ্চ হিসেবে নির্ধারণ করা হয়। তারিখটা ছিল ২৫ জুন, ১৬৭৮। পৃথিবীর ইতিহাসে প্রথম মহিলা ‘পিএইচডি গবেষক’-এর কাহিনী। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক। (পর্ব ৯)

by ​​​​​​​অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 08 February, 2021 | 674 | Tags : World’s First Female PhD Scholar Padua University Aristotle Philosophy and Theology Elena Cornaro Piscopia Series on Female Scientists

সে যুগের শারীরবিদ্যার ‘জননীরা’

‘গ্রে’জ এ্যানাটমি’র অনেক আগে থেকেই শারীরবিদ্যা বা এ্যানাটমি নিয়ে বিজ্ঞানী মহলে গুরুগম্ভীর চর্চা হয়েছে। এমনকী একজন মানুষের দেহবিন্যাসকে বা দেহতন্ত্রকে যে সঠিক ভাবে চিত্রিত করে অথবা মডেলের সাহায্যে শিক্ষার প্রয়োজনে ফুটিয়ে তোলা উচিত, বর্ণনা করা উচিত— সেই নিয়েও যথেষ্ট পরিমাণে কাজ হতে পেরেছে। আর সেখানেও, পুরুষ গবেষকদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন নারী প্রতিভূরা, যথাক্রমে মেরি মার্গেরিট বিহেরঁ এবং আনা মোরান্দি মাঞ্জোলিনি। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ১০)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 22 February, 2021 | 887 | Tags : Series on Female Scientists Anna Morandi Manzolini Henry Gray Gray’s Anatomy

মহাবিশ্বে ‘মহাকাশে’ মহাকাল মাঝে!

১৬৭৩ খ্রিস্টাব্দে জ্যোতির্বিদ জোহানেস হেভেলিয়াস ‘মেশিনা কোলেস্টিস’ বলে একটি বই প্রকাশ করেন। বইটিতে তিনি তাঁর গবেষণাগারে ব্যবহৃত সমস্ত যন্ত্রের একটি পুঙ্খানুপুঙ্খ বিবরণ লিপিবদ্ধ করেছেন। বইটিতেই দুটি হাতে আঁকা ছবিতে দেখা যাচ্ছে যে, বিশালাকৃতি দুটি অক্ট্যান্ট এবং সেক্সট্যান্টের দুপাশে দাঁড়িয়ে এলিজাবেথ এবং জোহানেস মহাকাশ পর্যবেক্ষণে রত। সম্ভবত এটিই প্রথম কোনও প্রামাণ্য ছবি যেটিতে একজন নারীকে মহাকাশ পর্যবেক্ষণ করতে দেখা যাচ্ছে। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ১১)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 08 March, 2021 | 763 | Tags : Elisabeth and Johannes Hevelius Selenographia Prodromus Astronomiae Series on Female Scientists

নিউটন, ভলতেয়ার এবং!

এমিলি দ্যু শাতেলি, জন্ম ১৭ ডিসেম্বর, ১৭০৬ — মাতৃত্বজনিত কারণে মৃত্যু ১০ সেপ্টেম্বর, ১৭৪৯। তেতাল্লিশ বছরের জীবন। দার্শনিক, গণিতজ্ঞ, অনুবাদক। জীবদ্দশায় তাঁর নাম এবং অবদানের সঙ্গে জড়িয়ে গিয়েছে ভলতেয়ার, আইজ্যাক নিউটন, জোহানন বার্নৌলি, এমনকি লিওনহার্ড অয়লারের নাম। এঁদের প্রত্যেককে, তাঁর অবদানের মাধ্যমে কোনও না কোনও ভাবে সমৃদ্ধ করেছিলেন এমিলি, অথচ বহুদিন অবধি তাঁর পরিচয় সীমাবদ্ধ ছিল কেবল ভলতেয়ারের সঙ্গিনী হিসেবে।নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ১২)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 22 March, 2021 | 837 | Tags : Émilie du Châtelet Voltaire Isaac Newton Law of Consevation of Energy Series on Female Scientists

পাস্তুর-‘কন্যা’ ক্যাথারিন ইভান্স

আমেরিকার মতো দেশেও কাঁচা দুধ খাওয়া যে একেবারেই স্বাস্থ্যসম্মত নয় এবং পাস্তুরাইজেশনের মাধ্যমেই যে দুধের মধ্যে ভেসে থাকা জীবাণুকে অনেকটাই নাশ করা সম্ভব, সেই বিষয়ে প্রায় কোনও ধারণাই ছিল না। এই ধারণাকে সঠিক গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যিনি প্রথম জনসমক্ষে তুলে ধরেন, তিনি এ্যালিস ক্যাথারিন ইভান্স। তাঁর গবেষণার ফলশ্রুতি হিসেবেই, ১৯৩০ সালে মার্কিন স্বাস্থ্য দপ্তরের তরফে দুধের পাস্তুরাইজেশনকে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ১৯)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 28 June, 2021 | 567 | Tags : Pasteurization Alice Catherine Evans Bacteriology Series on Female Scientists Researches on Health and Medicine

সেই মেয়ে কাদম্বিনী!

সেই মেয়ে কাদম্বিনী, স্বয়ং ফ্লোরেন্স নাইটিঙ্গেল যাঁর প্রতিভায় আশ্চর্য হয়েছিলেন। অথচ সেই সময়, মেডিকেল কলেজের এক অধ্যাপক কাদম্বিনীর বিপ্লবের বিরুদ্ধে এতটাই খড়্গহস্ত হয়ে উঠেছিলেন যে, তিনি তাঁর একটি পেপারের পরীক্ষায় কাদম্বিনীকে ফেল করিয়ে দেন। এই কারণে ১৮৮৮ সালে কাদম্বিনী এম. বি. ডিগ্রির শংসাপত্র না পেলেও, শেষ অবধি সমগ্র দক্ষিণ এশিয়াতে প্রথম মহিলা হিসেবে তিনি ডাক্তারি চিকিৎসার সরকারি ছাড়পত্র লাভ করেন। আজ সেই কাদম্বিনীর উপাখ্যান। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ২০)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 12 July, 2021 | 751 | Tags : Kadambini Ganguly Chandramukhi Basu Bethune School and College Calcutta Medical College Florence Nightingale Indian National Congress Series on Female Scientists First woman doctor South Asia

আরও তিন ‘কাদম্বিনী’

খনা কিংবা লীলাবতীর যুগ পেরিয়ে এতদিন কেটে গেলেও ভারতীয় অথবা বাঙালী নারীদের কাউকেই তো তেমন ভাবে এই ধারাবাহিকের পাতায় তুলে আনতে পারিনি। কাদম্বিনীকে দিয়ে যখন, সেই শূন্যতার বিপরীতে সামান্য বালির বাঁধটুকুও দেওয়ার চেষ্টা করলাম তখন সেই কাদম্বিনীর পাশে পাশেই এসে দাঁড়ালেন আরও তিন মহীয়সী। এ্যানি জগন্নাথন, রূপাবাই ফার্দুনজী, আনন্দীবাই গোপালরাও যোশী। সময়কাল মোটামুটি ভাবে সকলেরই এক, কেবল দীর্ঘায়ুর দিক থেকে অনেকটা বেশী সময় পেয়েছেন কাদম্বিনী। আজ তাঁদের গল্প। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ২১)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 26 July, 2021 | 842 | Tags : Anne Jagannathan Rupa Bai Furdoonji Anandibai Gopalrao Joshi Hyderabad Chloroform Commission Womens’ College of Medicine Pennsylvania Series on Female Scientists

যাঁদের কথা লেখা হল না

কেবল গবেষণাগারে দাঁড়িয়েই কি বিজ্ঞান? ক্লাসরুমে যে অঙ্কের দিদিমণি আমাদেরকে সেই ছোটবেলায় প্রথম দুইয়ে দুইয়ে চার করে যোগ-বিয়োগ-গুণ-ভাগের হিসেব শিখিয়েছেন, তাঁদের কথা বলব না আমরা ? প্রত্যেকজন মহিলা গবেষক, আজকে যাঁরা দেশবিদেশের গুচ্ছ গুচ্ছ ল্যাবে নিজেদের পরীক্ষা-নিরীক্ষা-আবিষ্কারে মগ্ন, স্নাতকোত্তর অথবা পিএইচডি থিসিসের প্রয়োজনে — তাঁরা খ্যাতিমান হোন বা না হোন —তাঁদের অধ্যবসায়, তাঁদের মেধার উদ্ভাসকে আমরা কুর্নিশ করব না? নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (অন্তিম পর্ব )

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 22 November, 2021 | 576 | Tags : Series on Female Scientists Madhuri Chatterjee